China-য় বাপ্পি লাহিড়ির \'জিম্মি জিম্মির\' সুরে প্রতিবাদ মানুষের

2022-11-01 1

বাপ্পি লাহিড়ির \'আইকনিক সং\' \'জিম্মি জিম্মি\' ব্যবহার করে প্রতিবাদ শুরু করেছেন চিনের মানুষ। মিঠুন চক্রবর্তীর সিনেমায় জিম্মি জিম্মি গানের সুরে লকডাউনের মধ্যে প্রতিবাদ শুরু করেন চিনের বহু মানুষ। বাপ্পি লাহিড়ির গান \'জিম্ম জিম্ম\' চিনাদের প্রতিবাদের গান হয়ে ওঠে \'জাই মি\' হিসেবে। যার অর্থ \'আমায় চাল দাও\'।